নড়াইল প্রতিনিধি: নড়াইলে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা.) এর ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমিতে ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সিরাতুন্নবী (সা.) উৎযাপন পর্ষদের আহবায়ক ও নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. ওয়াকিউজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সিরাতুন্নবী (সা.) উৎযাপন পর্ষদের সদস্য সচিব মাওলানা মাহাবুবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদ লতীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। প্রধান আলোচক ছিলেন প্রফেসর শাইখ ড. মুহাম্মদ আব্দুস সামাদ। বিশেষ আলোচক ছিলেন প্রফেসর ড. মো: রবিউল ইসলাম। প্রবন্ধ পাঠ করেন প্রফেসর মো: তোহুর আহমদ হিলালী।
আরও বক্তব্য দেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, আলকুবা ইসলামী ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর চেয়ারম্যান মো. আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার।
অনুষ্ঠানে বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইবরাহিম, প্রফেসর ড. খিজির আহমদ জাফরী, অধ্যক্ষ মাওলানা আশরাফ আলী, অধ্যক্ষ মাওলানা বুলবুল হোসেন, মুহাদ্দিস ও মুফতি মাওলানা মোহাম্মদ হুমায়ূন কবীর, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আলমগীর হোসেন, কলেজ শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রসুল (সা.) এর জীবন আদর্শ তুলে ধরে বক্তব্যদানকালে বলেন, একমাত্র কোরান হাদীসের আলোকেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। যে সমাজ ব্যবস্থা গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে গেছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবজাতির মুক্তির দূত শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সা.)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available