• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৩:৪১:৫৬ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৩:৪১:৫৬ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টোরি বিহাইন্ড ২০২৪ নোবেল প্রাইজ ইন ইকোনোমিকস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২৭ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২৬:১৮

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টোরি বিহাইন্ড ২০২৪ নোবেল প্রাইজ ইন ইকোনোমিকস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইকোনমিকস এক্সিলেন্স সেন্টারের আয়োজনে ‘স্টোরি বিহাইন্ড ২০২৪ নোবেল প্রাইজ ইন ইকোনোমিকস’ শীর্ষক সেমিনারটি ২৬ নভেম্বর বিকাল ৪টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ অবস্থিত উদয়ন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

ইকোনমিকস এক্সিলেন্স সেন্টারের প্রসিডেন্ট সাকিব আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডারেটর ইকোনমিকস এক্সিলেন্স সেন্টার মো. শামসুদ্দিন সরকার।

প্রধান অতিথি বিজন কুমার বলেন, ইকোনমিকস এক্সিলেন্স সেন্টারের এ ধরনের আয়োজন আমাদের ছাত্রদের মধ্যে নতুন করে সম্ভবনার সঞ্চার করবে। এছাড়া তিনি আরও বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ রূপে গড়ে উঠবে।

বিশেষ অতিথি মো. শামসুদ্দিন সরকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উন্নয়নের চিত্র তুলে ধরেন। প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার উপর ভিত্তি করে দেশসমূহের উন্নয়ন নিয়ে তিনি আলোচনা করেন। তিনি তার বক্তব্যে বলেন, কেবল অন্তর্ভুক্তিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার কারণে পৃথিবীর অনেক অনুন্নত দেশ উন্নত হয়েছে।

মুখ্য আলোচক নজরুল ইসলাম ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ীদের উল্লেখযোগ্য রিসার্চসমূহ নিয়ে আলোচনা করেন।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশে শাহাদাৎ হোসেন বলেন, আয়োজনটি দারুণ ছিলো, সমসাময়িক বিশ্বের অর্থনৈতিক, রাজনৈতিক বাস্তবতার আঙ্গিকে অর্থনীতিতে নোবেল পুরস্কার কীভাবে প্রাসঙ্গিক, কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন যৌক্তিক অর্থনৈতিক তথা যাবতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে একটি ধারণা পাওয়া গেছে। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা পরবর্তী আয়োজনের জন্য অপেক্ষা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিবপুরে লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৪:৫৮





দিনাজপুরে ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৫৮:২২