জ্যেষ্ঠ প্রতিবেদক: সোনার দাম ভরিপ্রতি ১৭৫০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোনার বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ২১১ টাকা। এটি আগে ছিলো ৯৯ হাজার ৯৬০ টাকা। ৩০ সেপ্টেম্বর শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএহান্নান (আজাদ) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১ অক্টোবর রোববার থেকে এটি কার্যকর করা হবে।
নতুন মূল্যে ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৯৮ হাজার ২১১ টাকা। ২১ ক্যারেট ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতনি সোনার দাম ৬৬ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত আছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ১৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১৪০০ টাকা এবং সনাতনি রুপার দাম ১০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর প্রতি ভরি সোনার দাম ২৪৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিলো। ৩ দিনের ব্যবধানে আবারও কমানো হলো দাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available