• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০১:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০১:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরে সোলার প্যানেলের তার চুরি, সেচ নিয়ে বিপাকে কৃষক

৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:১১:২০

মেহেরপুরে সোলার প্যানেলের তার চুরি, সেচ নিয়ে বিপাকে কৃষক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে দুটি সোলার প্যানেলের প্রায় ১২ কয়েল তার রাতের আঁধারে কেটে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

১ সেপ্টেম্বর শুক্রবার ও তার পরের দিন শনিবার বুড়িপোতা গ্রামের ওলির চারা ও ডোবার মাঠে এই তার চুরির ঘটনা ঘটে। দুটি মাঠে প্রায় ১’শ বিঘা জমিতে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ দিয়ে সেচ দেওয়া হতো।

শুষ্ক মৌসুমে ধান বা বোরো ফসল উৎপাদনে সেচ অপরিহার্য। আর এই সেচ প্রদানের জন্য ডিজেল বা বিদ্যুৎ ব্যবহার করতে হয়। তাতে ফসল উৎপাদন খরচ পড়ে অনেক বেশি। তা ছাড়া বর্তমানে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বিকল্প পদ্ধতিতে সোলার সেচ পাম্পের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন এলাকার কয়েকশত কৃষক। আর এর মাঝেই সীমান্তবর্তী এলাকাগুলো থেকে একের পর এক চুরি হয়ে যাচ্ছে সোলার প্যানেলের তার।

এতে যেমন সেচ নিয়ে বিপাকে পড়ছে কৃষক, তেমনি ক্ষতিগ্রস্থ হচ্ছে সোলার প্যানেলের মালিকরা। কয়েকদিন অতিবাহিত হলেও প্যানেল দুটি মেরামত না হওয়ায় বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দিনরাত মাদকসেবীদের লাইন লেগে থাকে এ এলাকায়। ক্ষতিগ্রস্তরা ধারণা করছেন, মাদকের টাকা যোগাড় করতেই মাদকসেবীরা এ ধরনের কর্মকান্ড করে বেড়াচ্ছে বিভিন্ন এলাকায়।

ওলির চারা মাঠের সোলার প্যানেলের অপারেটর কামরুজ্জামান শামীম বলেন, সালেক সোলার পাওয়ার লিমিটেডের সহযোগিতায় আমার জমিতে এখানে ৭৮টি প্যানেল বসানো আছে। চার বছর যাবৎ আমি এই মাঠের প্রায় ৫০ বিঘা জমিতে সেচ দিয়ে আসছি। ফলে এলাকার চাষিরা সেচের সুবিধা পাচ্ছে। গত ২ সেপ্টেম্বর শনিবার রাতে এখান থেকে প্রায় ৬ কয়েল তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এর আগেও রোজার ঈদের আগের রাতে একইভাবে তার চুরি করে নিয়ে গিয়েছিলো দুর্বৃত্তরা। তার না থাকায় চাষিদের জমিতে সেচ দিতে পারছি না। ভবিষ্যতে কৃষক ও কৃষকের ফসলের যেন আর ক্ষতি না হয় সেজন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩