আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছে কমপক্ষে ৯ জন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দুই জন।
১৪ জুলাই শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির পূর্বাঞ্চলীয় আল-হাসা জেলায় হুফুফ শহরের আল-মানসুরা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৭ বাংলাদেশিরা হলেন- মো. শাকিল প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৫০৫৩৭৮৫৬৮), আরিফ মো. সাহাদাত (পাসপোর্ট নম্বর- ২৫৩৫১৭৬৩৩৯), রুমান প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৪৭২৪৭০৫৮৮), বারেক সরদার (পাসপোর্ট নম্বর- ২২৪৭৪৩৯৮৫০), সাইফুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ২৫২৯৯২২৩২৬), মো. ফিরুজ সরদার আলী (পাসপোর্ট নম্বর- ২৪৯৩২১৭৯৬৮) ও মো. রব হোসাইন (পাসপোর্ট নম্বর-২৪৩৭৭৯৫৪২৬০)।
নিহত প্রবাসীদের মধ্যে তিন জনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহী। বাকি তিনজনের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এদিকে অগ্নিকাণ্ডে আহত ২ বাংলাদেশি কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
জানা যায়, আল-মানসুরা শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানায় আকস্মিক আগুন লাগে। কাঠের কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। এতে কারখানাটির ভেতর আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় মৃত ও আহত বাংলাদেশিদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে পর্যাবেক্ষণ করছেন বলেও জানিয়েছে তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available