• ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:০২:৪৩ (25-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:০২:৪৩ (25-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার: এমপি খোকন

১৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২১:১২

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার: এমপি খোকন

মেহেরপুর প্রতিনিধি: আওয়ামী লীগ সরকার আছে বলে দেশের মানুষ আজ শান্তিতে আছে। চুরি নেই, ডাকাতি নেই, দেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। তথ্য প্রযুক্তিতে আরও এগিয়ে নিতে অনেক বিদ্যালয়ে ল্যাব স্থাপন করা হয়েছে, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও রাস্তা উদ্বোধনের সময় এসব কথা বলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তিনি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন ও রাস্তার উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্যে ছিলো, জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়, এসকেএস মাধ্যমিক বিদ্যালয়, বাওট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সিন্দুর কোটা থেকে মহব্বতপুর রাস্তা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হাশেম বিশ্বাস, বাওট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়টির সভাপতি মনিরুজ্জামান আতু, এসকেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. খুরশিদা খাতুন, সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন আলী, ইউপি সদস্য মো. ফারুক হোসেনসহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জয়পুরহাটে একসঙ্গে মা-ছেলের গ্রাজুয়েশন
২৪ নভেম্বর ২০২৪ রাত ০৮:১৯:১৭


১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮:৩২

দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৪৪