• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৪১:২৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৪১:২৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বুড়িমারী স্থলবন্দরে ২ গ্রুপের সংঘর্ষ, শ্রমিক নেতা সাজ্জাদসহ গ্রেফতার ৩

৭ মার্চ ২০২৪ বিকাল ০৩:৪২:২৭

বুড়িমারী স্থলবন্দরে ২ গ্রুপের সংঘর্ষ, শ্রমিক নেতা সাজ্জাদসহ গ্রেফতার ৩

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন, আবু হানিফ ও আরিফুল হাসানকে গ্রেফতার করেন পাটগ্রাম থানা পুলিশ।

৬ মার্চ বুধবার দুপুরে বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকদের কাজের তালিকা (সিরিয়াল) দেওয়ার কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাজ্জাদ হোসেন হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের খিরা আজ্জাটারী গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের দুলাল হোসেনের  ছেলে। সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকের একটি অংশের নেতৃত্ব দিয়ে আসছেন।

জানা গেছে, নেতৃত্বের প্রশ্নে দীর্ঘদিন ধরে সরদার গ্রুপের সঙ্গে সাজ্জাদ গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। সরদার গ্রুপের দখলে থাকা বুড়িমারী স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের সিরিয়াল ঘরের সামনে সাজ্জাদ হোসেন গ্রুপ হাতে চাইনিজ কুড়াল, রাম দা, লোহার রডসহ বিভিন্ন ধরণের  লাঠি, ধারালো ছোরাসহ অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দেয়। এ সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে বুড়িমারী স্থলবন্দরে ভারত হতে বাংলাদেশে আসা বিভিন্ন পণ্যবাহী ট্রাক রাস্তায় চলাচল বন্ধ করে দেয় তারা।  

এ ঘটনাকে কেন্দ্র করে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। ইতোপূর্বে সেখানে একই ধরনের ঘটনা ঘটেছিলো। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছিলো। সেই ঘটনায় বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদী হয়ে লালমনিরহাট আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ১১ জনকে আসামী করা হয়। আদালত মামলা দায়ের করতে পাটগ্রাম থানার ওসিকে নির্দেশ দেয়। গত ৪ মার্চ পাটগ্রাম থানায় এ মামলা দায়ের করা হয়।

বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘আমি বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলা দিয়েছি। বুধবার দুপুরে সাধারণ শ্রমিকেরা স্থলবন্দরে পণ্য বোঝাই ও খালাসের কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে সাজ্জাদ তার লোকজন ও অস্ত্রশস্ত্র নিয়ে শ্রমিকদের কাজ বণ্টনের কার্যালয় দখল করে। পুলিশ এসে তাকেসহ তিনজনকে গ্রেফতার করে নিয়ে গেছে।’

এ ব্যাপারে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গ্রেফতার আসামী সাজ্জাদ হোসেনকে পূর্বের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

আসামী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর কারণে সাজ্জাদ হোসেন এবং অপর দুইজনসহ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩