• ঢাকা
  • |
  • সোমবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০১:৩০ (25-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০১:৩০ (25-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাতের আঁধারে স্থানান্তর জনতা ব্যাংক, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

২০ এপ্রিল ২০২৪ সকাল ১০:৫৮:৩৮

রাতের আঁধারে স্থানান্তর জনতা ব্যাংক, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ মহাদেবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাঁঠাকাটা হাটে অবস্থিত জনতা ব্যাংকের শাখাটি প্রায় ৫০ বছর ধরে ব্যাংকিং চালিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করেই গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাতের আঁধারে মান্দা উপজেলার সতিহাট বাজারে স্থানান্তর করা হয়েছে শাখাটি।

এতে এলাকাবাসী ও গ্রাহকরা চরম ক্ষোভ প্রকাশ করেন। জনতা ব্যাংকের পাঁঠাকাটা হাটের এ শাখাটি পুনঃস্থাপনের দাবিতে শুক্রবার বিকেলে ব্যাংকের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

জনতা ব্যাংকের এ শাখাটি পুনঃস্থাপনের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ময়নুল ইসলাম, পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, পাঁঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, পাঁঠাকাটা বাজার বনিক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন, স্থানীয় ব্যবসায়ী মো. শামসুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এ শাখার শাখা ব্যবস্থাপক মো. মোকলেছার রহমান কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চক্রান্ত করে রাতের আঁধারে প্রয়োজনীয় কাগজপত্র ও কম্পিউটার নিয়ে চোরের মতো পালিয়ে গেছেন।

তারা আরও বলেন, প্রধানমন্ত্রী গ্রাম হবে শহর প্রত্যয় ব্যক্ত করে প্রতিটি গ্রামকে আধুনিকায়ন করছেন, সেখানে প্রায় ৫০ বছর আগে স্থাপন করা ব্যাংকটি অন্য উপজেলায় সরিয়ে নেয়া হচ্ছে কেন সে বিষয়ে প্রশ্ন তোলেন তারা। এ শাখায় হাজারো মানুষ তাদের বিদ্যুৎ বিল, বিভিন্ন ভাতার টাকা উত্তোলন, ঋণ গ্রহণ, সঞ্চয় জমাসহ যাবতীয় লেনদেন কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ ছাড়াও পাঁঠাকাটা হাটের উন্নয়নে আত্রাই নদীতে অচিরেই একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সাংসদ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

বক্তারা জনতা ব্যাংকের এ শাখাটি পাঁঠাকাটা হাটে পুনঃস্থাপনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে শাখা ব্যবস্থাপক মো. মোকলেছার রহমান মুঠোফোনে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক শাখাটি পার্শ্ববর্তী মান্দা উপজেলার সতিহাটে স্থানান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জয়পুরহাটে একসঙ্গে মা-ছেলের গ্রাজুয়েশন
২৪ নভেম্বর ২০২৪ রাত ০৮:১৯:১৭


১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮:৩২

দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৪৪