নিজস্ব প্রতিবেদক: আবারও দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম ১ লাখ ১৭ হাজার ৬১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে এটাই স্বর্ণের সর্বোচ্চ দাম।
৮ এপ্রিল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি) দাম বৃদ্ধি পাওয়ায়, বাজুসের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ৬১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১২ হাজার ২০৭ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৬ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৬ এপ্রিল শনিবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেটের দাম ছিল ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৪ হাজার ৭৭০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে স্বর্ণের মূল্য ৭৮ হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available