নিজস্ব প্রতিবেদক: টানা আট দফায় কমানোর পর দেশের বাজারে গত দুই দিনে প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৮৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে শনিবার বেড়েছিল ১০৫০ টাকা এবং রোববার প্রতি ভরি সোনার দাম বেড়েছে ৭৩৫ টাকা।
আগামীকাল সোমবার থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে টানা আট দফা কমার পর শনিবার দেশের বাজারে সোনার দাম বাড়ে। শনিবার সোনার দাম প্রতি ভরি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। তাতে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয় ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা। এবার ৭৩৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা। এর ফলে দু’দিনে ভরিতে সোনার দাম বাড়ল ১ হাজার ৭৮৫ টাকা।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৯০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৪৮৯ টাকায় বিক্রি করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available