• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:১২:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:১২:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

ইতালির চলচ্চিত্র উৎসবে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘হাওয়াই মিঠাই’

২৫ মার্চ ২০২৪ সকাল ০৮:০২:০৯

ইতালির চলচ্চিত্র উৎসবে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘হাওয়াই মিঠাই’

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইতালির ভেনিসে কা’ ফসকারি শর্টফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসরে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের ‘হাওয়াই মিঠাই’ (দ্য সুইটনেস অফ এয়ার)।

২০ মার্চ বুধবার থেকে ২৩ মার্চ শনিবার চারদিন ব্যাপী ভেনিসের বিশ্ববিদ্যালয় কা’ ফসকারির আয়োজনে স্থানীয় সান্তা মারঘেরিতা অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়। এবারের আসরে অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ।

উৎসবে যোগ দিতে ইতালিতে সফরে আছেন চলচ্চিত্রের নির্মাতা রাকায়েত রাব্বী ও মূল চরিত্র মিজানুর রহমান।

তারা জানান, ২৩ মার্চ শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশের চলচ্চিত্রটি ‘হাওয়াই মিঠাই’ প্রদর্শন করা হয়। এ সময় চলচ্চিত্রটি দেখতে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।

নির্মাতা রাকায়েত রাব্বী বলেন, ‘আমরা তারুণ্যনির্ভর একটি টিম। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল সীমানা পেরিয়ে কিছু করার। ভেনিস ফেস্টিভ্যালে অংশ নেওয়াটা একটা সফলতা।’

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী তার চলচ্চিত্রের বিষয়বস্তু নিয়ে বলেন, ‘এটি একটি যুদ্ধ বাস্তবতার গল্পের উপর নির্মিত চলচ্চিত্র। যেখানে আমরা যুদ্ধ বলতে চেষ্টা করেছি যে- যুদ্ধ নয়, আমরা একটা শান্তিপূর্ণ পৃথিবী চাই। পুরো পৃথিবীতেই যে একটা যুদ্ধের পরিস্থিতি চলছে সেখানে দাঁড়িয়ে শান্তির বার্তা দেওয়াতেই সম্ভবত কর্তৃপক্ষ আমাদের এই চলচ্চিত্রটি তালিকাভুক্ত করেছে।’

চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ফিলিং স্টেশন ও বিগ ব্যাং ফিল্মস-এর ব্যানারে। এতে সিনেমাটোগ্রাফি করেছেন মনির হোসেন। অভিনয় করেছেন অরনিল বিরল, নুসমা খান ও সাদি শুভ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আগুন
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৩৬:৩৭


আজ আহমদুল কবিরের ২১ তম মৃত্যুবার্ষিকী
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৩:০১