• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৪:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৪:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

৬ মার্চ ২০২৪ বিকাল ০৩:২৭:২৯

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি: সিলেট-তামাবিল সড়কে ডিআই পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। ৫ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জৈন্তাপুরের বাহুরবাগ গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯) ও একই উপজেলার মোকামবাড়ি গ্রামের সৈয়দ শিহাব আহমদ (২২)। আহতরা হলেন, মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে পাবেল (১৯), মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭), মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইনাইপুঞ্জির রবিক্রম বিকাশের ছেলে মালদিনি (২২), আরেকজনের নাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় একটি ডিআই পিকআপ বেপরোয়া গতিতে তামাবিল নলজুরীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছামাত্র দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে ফেলে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সৈয়দ শিহাব আহমদ নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল রেজাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পর বিক্ষোব্ধ জনতা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করলে জনভোগান্তির সৃষ্টি হয়। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম করে বলেন, একটি ডিআই পিকআপ দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ৬ মার্চ বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে ৬ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় নিহত ফয়সাল রেজাকে দেখতে ও নিহতের পরিবারকে শোক জানাতে তার বাড়িতে আসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩