• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৪:৪৫ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৪:৪৫ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য ও চিকিৎসা

মা-শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে একসাথে কাজ করবে টগুমগু-ডেটল

১৬ জুলাই ২০২৪ বিকাল ০৫:৫২:৫৭

মা-শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে একসাথে কাজ করবে টগুমগু-ডেটল

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশের মানুষের কাছে ডেটল একটি ভরসার নাম। সম্প্রতি ডেটল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্যারেন্টিং অ্যাপ টগুমগু’র সাথে একটি অংশীদারিত্ব চুক্তি করেছে। এখন থেকে নতুন মা ও শিশুর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে একসাথে কাজ করবে ডেটল এবং টগুমগু।

রাজধানীর গুলশানে অবস্থিত রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি’র হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। এই অংশীদারিত্বের আওতায়, উভয় প্রতিষ্ঠান নিজেদের দক্ষতা ও শক্তি কাজে লাগিয়ে নতুন বাবা-মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, উপকরণ (রিসোর্স) এবং পণ্য সরবরাহ করার মাধ্যমে সঠিকভাবে পরিবার শুরু করতে সহায়ক ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ভিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার অ্যান্ড হেড অব পার্টনারশিপ সালাহউদ্দিন আহমেদ, সাপ্লাই চেইন ডিরেক্টর জিয়া উদ্দিন, কমার্শিয়াল হিউমান রিসোর্স হেড নুমায়া জায়েদ, ফাইন্যান্স ডিরেক্টর অরিত্র ব্যানার্জী, ব্র্যান্ড ম্যানেজার মো. আমিন উল বশির আলভী ও এক্সটারনাল অ্যাফেয়ার্স ম্যানেজার মোঃ রাকিব উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন টগুমগু’র সিইও ড. নাজমুল আরেফিন, পরিচালক আরিফ মো. ওয়ালিউল্লাহ ভূঁইয়া এবং টগুমগু’র কন্টেন্ট ও ট্রেনিংয়ের ভাইস প্রেসিডেন্ট তাহমিনা রহমান।

এই চুক্তির আদলে ডেটল ও টগুমগু গর্ভবতী মা ও শিশুরা গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নতুন মা ও শিশুর স্বাস্থ্য এবং মানুষিক স্বাস্থ্য, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এছাড়াও নিরাপদ ঘর ও নিরাপত্তা এবং শিশুর প্রয়োজনীয় পুষ্টি ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করবে।  

ভিশাল গুপ্তা বলেন, বাংলাদেশে নতুন মা ও শিশুদের জন্য উন্নত স্বাস্থ্যেসেবা নিশ্চিত করার লক্ষ্যে টগুমগু’র সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বাস করি যে, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। এই অংশীদারিত্ব সুস্থ-সবল জাতি গঠনে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০