• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩০:২২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩০:২২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

গণমাধ্যম

সিলেটে সাংবাদিক রুহুল আমিন গাজী স্মরণে নাগরিক সভা অনুষ্ঠিত

২৭ অক্টোবর ২০২৪ সকাল ০৯:৫৭:১৮

সিলেটে সাংবাদিক রুহুল আমিন গাজী স্মরণে নাগরিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সিলেট: কিংবদন্তি সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী স্মরণে সিলেটে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ অক্টোবর শনিবার বিকেল ৩টায় সিলেট প্রেসক্লাবের কনফারেন্স হলে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজে এই শোক সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘মরহুম রুহুল আমিন গাজী ছিলেন একজন আপসহীন সাংবাদিক নেতা। তিনি সুদীর্ঘ চার দশক সাংবাদিকদের কল্যাণে কাজ করে গেছেন। কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি। মানবিক, শোষণহীন ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার সকল আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অগ্রসৈনিক।’

স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

এসএমইউজ’র সাধারণ সম্পাদক খালেদ আহমদ ও সহ-সাধারণ সম্পাদক এমএ মতিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম, বিএনপি সিলেট বিভাগ এর সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডা. শামীমুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ