• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১৮:৩২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:১৮:৩২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

শিক্ষার্থীদের হাত ধরেই ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তিরিত হবে: তথ্যসচিব

২ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৭:০০

শিক্ষার্থীদের হাত ধরেই ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তিরিত হবে: তথ্যসচিব

ডেস্ক নিউজ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সচিব মো. শামসুল আরেফিন বলেছেন, শিক্ষার্থীদের হাত ধরেই আজকের ডিজিটাল বাংলাদেশ আগামী দিনে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশে রুপান্তিরিত হবে। আর এ কাজের কান্ডারী হবে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের অগ্রসরমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী তথ্যপ্রযুক্তি শিক্ষায় ও হার্ডওয়ার শিল্পে দক্ষ জনশক্তিতে রুপান্তিরিত করতে হবে।

তিনি বলেন, বিশ্বে  সফটওয়ার ও হার্ডওয়ার উভয় শিল্পেই দক্ষ জনশক্তির যথেস্ট চাহিদা রয়েছে এবং বিশ্বব্যাপী এর বিশাল বাজার রয়েছে। হার্ডওয়ার শিল্পের ট্রিলিয়ন মার্কেটের বিশ্ববাজারের সামান্য অংশও বাংলাদেশ ধরতে পারলে দেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে যাবে। তাই সরকার সফটওয়ারের পাশাপাশি হার্ডওয়ার শিল্পকেও সমান গুরুত্ব দিয়ে আসছে।  

২ সেপ্টেম্বর শনিবার ঢাকার সাভারের বিরুলিয়াস্থ ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘দ্য ন্যাশনাল এইচ.আর সামিট ২০২৩-এ তিনি এসব কথা বলেন।

তথ্যসচিব বলেন, আগামী পাঁচবছরে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অবথিং কিং-এর মত বিষয়গুলো আলাদিনের দৈত্যের রুপ ধারন করলেও ডাটা ব্যাংকিং, সাইবার সিকিউরিটি, সফটওয়ার ডেভেলাপমেন্ট, ক্লাউড কম্পিউটিং, সিস্টেম এনালিস্ট,  টেকনোলজিক্যাল প্রোগ্রাম ম্যনেজারের মত বিষয়গুলো মানুষের দখলেই থেকে যাবে। ক্ষুদ্র রাস্ট্রের বৃহৎ জনগোষ্ঠীর এ দেশে তিনি শিক্ষার্থীদের সরকারি চাকরি পাওয়ার বা করার মনমানসিকতা থেকে বেরিয়ে এসে এন্টারপ্রেনিয়র বা ইনোভেটর হওয়ার আহ্বান জানান।

এবারের সামিটের মূল প্রতিপাদ্য হলো ‘এইচআর লিডারশিপ ফর স্মার্ট বাংলাদেশ ২০৪১; ড্রাইভিং এভার চেঞ্জিং বিজনেস থ্রো ইনোভেশন’। এ.টু.আই এর সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই প্রোগ্রামটি আয়োজন করে। আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিল ডি.সি.সি.আই (ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি) এবং বি.এস.এইচ.আর.এম(বাংলাদেশ সোসাইটি অব হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট)।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সচিব মো. শামসুল আরেফিন উদ্বোাধনী সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের সভাপতি রোটারিয়ান মো. মাশেকুর রহমান, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর পলিসি এডভাইজার অনির চৌধুরী, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ওসিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এমলুৎফর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাভেদ আকতার,  ব্রিটিশ আমেরিকান টোবাকো (বি.এ.টি) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য ও উদ্যোক্তা বৃত্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাসুম ইকবাল।


পুরো প্রোগ্রামটিকে চাকরির ক্যাটাগরি অনুযায়ী ৫টি ভিন্ন ভিন্ন সেশনে ভাগ করা হয়েছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, বি.এ.টি বাংলাদেশ, ইউনিক গ্রুপ, সি.টি.ও ফোরাম বাংলাদেশ, বিডি জবস, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, নগদ, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ, বাংলা মেঘ লিমিটেড এবংসিকিউর ডাটা লিমিটেড, পি.টি.ডি.সি.এ, আকিজ বশির গ্রুপ, রেডিয়েন্ট ফার্মাসিউটিকালস লিমিটেড, প্রাণ, এবিব্যাংক, আগোরা, মধু সিটি, টি.কে গ্রুপ, বিটপি গ্রুপ, হামিম গ্রুপ, শেভরণ টেক্সটাইল এন্ড ট্রেডিং লিমিটেড, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশসহ শীর্ষ ৫০টি কোম্পানি এই ন্যাশনাল সামিট ২০২৩-এ অংশ গ্রহণ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





গ্লোবাল সুইস বিজনেস হাবের যাত্রা শুরু
২৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৩:০৫

ভিশন বাংলাদেশের সভাপতি সফিক, সম্পাদক মিরাজ
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১৪:৫০