রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেছেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এজন্য কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য।
২ অক্টোবর সোমবার সকালে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসনে আয়োজনে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস- ২০২৩’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উবাচ মারমা আরও বলেন, মানুষের চিন্তার জগত, জীবনধারা থেকে শুরু করে পণ্য উৎপাদন, সেবা প্রদানসহ সকল ক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের আগমনী বার্তা আমাদেরকে তাড়া করছে। চতুর্থ শিল্প বিপ্লবের কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রযুক্তি-নির্ভর আধুনিকতা ও সংশ্লিষ্ট পরিবর্তন আত্তীকরণের মাধ্যমে জাতীয় পর্যায়ে অধিকহারে মানসম্পন্ন ও সহজলভ্য পণ্য ও সেবা উৎপাদন সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা, সাংবাদিক আজগর আলী খান, ইউপি সদস্য জয়নুল তালুকদারসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available