শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলা ভূমি অফিস শতভাগ ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে জেলায় প্রথম স্থান অর্জন করেছে। ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্য নিয়ে শাল্লায় ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম শুরু হয়েছে। আর এতে নেতৃত্ব দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন। তার দক্ষ নেতৃত্বে শাল্লা উপজেলায় ভূমি সেবায় এ সফলতা অর্জিত হয়েছে। সহজে ভূমি সেবা পেয়ে এখানকার মানুষও খুব খুশি। ভূমি সেবায় শাল্লা উপজেলা এখন দেশের মডেল উপজেলা হিসেবে স্বীকৃতি পাবার দাবিদার হয়ে উঠেছে।
জানা গেছে, মো. আলা উদ্দিন গত ২১ নভেম্বর ২০২২ সাল থেকে শাল্লা উপজেলা এসিল্যান্ড (সহকারি কমিশনার ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এ সময়ে উপজেলার সরকারি খাস জমি উদ্ধার, মিসকেসে (নামজারি জমাভাগ খারিজ সংক্রান্ত) মামলা শুনানির মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি, ভূমি নিয়ে স্থানীয় বিরোধের অবসান, স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা প্রদান, সহজীকরণ, ই-নামজারি, মিউটেশন (ই-নামজারি)-তে শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এসবের বাইরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভেজালবিরোধী অভিযান, পরিবেশ রক্ষার অভিযান, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ, নিয়মিত ইউনিয়ন ভূমি অফিস পরির্দশন করে শাল্লাবাসীর প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জানা যায়, উপজেলা ভূমি অফিসে জনবল সংকটে ভূমি সেবার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলা অফিসে ১২ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে রয়েছেন মাত্র ৭ জন। এত সংকটের মধ্যেও এসিল্যান্ড আলা উদ্দিন দক্ষতার সঙ্গে ভূমি উন্নয়ন ও জটিলতাসহ সব ধরনের সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে এ বছর শাল্লা উপজেলা ভূমি অফিস ই-নামজারিতে সুনামগঞ্জ জেলার ১ম স্থান অর্জন করেছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন বলেন, জনবান্ধব জনসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। একজন মানুষও যাতে ভোগান্তির শিকার না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জনবল সংকটের কারণে মানুষকে সব ধরনের সেবা প্রদান করা সম্ভব হয় না। তারপরও আমরা সবসময়ই সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available