শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: প্রচণ্ড তাপদাহে শ্যামনগর সদরের মোড়ে মোড়ে তৃষ্ণার্তদের হাতে হাতে সুপেয় পানির বোতল ও স্যালাইন তুলে দেওয়া হচ্ছে। এসব পানি ও স্যালাইন সাধারণ মানুষের হাতে হেঁটে হেঁটে তুলে দেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন ।
২৮ এপ্রিল রোববার দিনব্যাপী এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি পথচারী, রিকশা ও ভ্যান চালক, বিভিন্ন গাড়ির চালক, বৃদ্ধ যাত্রী, নারী ও শিশুসহ সর্ব সাধারণ তৃষ্ণার্ত মানুষের মাঝে বিতরণ কার্যক্রমসহ নানান বিষয়ে অবগত করেন।
উপস্থিত মানুষের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে দেশে অতি গরমে অতিষ্ঠ মানুষদের সেবা দিতে আমি রাস্তায় এসেছি। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুণ কষ্টে পতিত হয়েছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আকরে রেখেছেন।
বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. শোকর আলি, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. নুরুজ্জামান টুটুল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মারুফ, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য সিনিয়র ভলান্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, মো. আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সাংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সংসদ সদস্য এস এম আতাউল হক উপস্থিত জনতাকে দোলন প্রচণ্ড তাপদাহের মধ্যে সতর্কতার সাথে কাজ করার আহবান জানান এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান। পথচারীরা এমপিকে মানবিক এমপি হিসেবে পাশে থাকার আহ্বান জানান। সুখে দুঃখে এভাবেই আমাদের পাশে থাকবেন বলে তাকে আহবান জানান পথচারীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available