ভোলা সদর প্রতিনিধি: ভোলা সদর উপজেলার ১০ নং ভেলুমিয়া ইউনিয়ন। এই ইউনিয়ন পার্শ্ববর্তী অন্যান্য ইউনিয়ন থেকে কিছুটা উন্নত, তবে সবদিক থেকে নয়। এ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডটি আবার ৬ নং চরগাজী ওয়ার্ডের সাথে সংযুক্ত। তবে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দুই এলাকার মানুষ।
ইউনিয়নের মূল বাজার খাসের হাট থেকে ৪ নং ওয়ার্ড হয়ে চরগাজী গাছালি মোড় পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক। গত ৬-৭ বছরেও এই সড়কের কোনো উন্নয়ন কিংবা সংস্কার দেখেনি এই দুই এলাকার মানুষ। সামান্য জোয়ার আসলেই ৮ থেকে ১০টি স্থান তলিয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে যাতায়াত করে প্রায় ৩০ হাজার মানুষ। একদিকে যেমন জোয়ারের পানিতে তলিয়ে যায় অন্যদিকে দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় সড়কের বেহাল অবস্থা।
ইউনিয়নে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বালিকা স্কুলও রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আছে বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সড়কের বেহালদশার কারণে শিক্ষার্থীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।
সড়কের এমন বেহাল অবস্থা নিয়ে এক অটোরিকশা চালক বলেন, নদীতে জোয়ার আইলেই আমাগো কপাল পুড়ে। দীর্ঘ ৭-৮ বছর ভেলুমিয়া থেকে চরগাজী সড়কের এই অবস্থা। কিন্তু এতো দিনে সব রাস্তার কাজ নতুন করে হলেও এই রাস্তার কোনো পরিবর্তন হচ্ছে না।
এ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের লিটন মাল বলেন, উপজেলা এবং এলজিইডি বরাবর আবেদন দেওয়া হয়েছে কয়েক ধাপে। তবে এখনো কেন সংস্কার কিংবা নতুন সড়ক হচ্ছে না তা নিয়ে বোধগম্য নয়।
সড়কের এমন করুণ অবস্থার বিষয়ে ইউপি চেয়ারম্যান সালাম মাস্টার বলেন, সড়কের পূর্ণ সংস্কার এবং নতুন সড়কের জন্য জেলা সড়ক কর্মকর্তার দপ্তরে আবেদন জমা দেওয়া হয়েছে। তবে কবে নাগাদ নতুন সড়ক পাওয়া যাবে তা পরিষ্কার নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানিয়েছেন, আমি তো নতুন এসেছি। তাই বিষয়টি নিয়ে অবগত নই। তবে শিগগিরই সড়কটি কীভাবে সংস্কার করে জনগণের জন্য নিরাপদ করে দেওয়া যায় সেই ব্যবস্থা করব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available