রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় অনেকদিন ডুবে ছিলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অধিকাংশ সড়ক। বন্ধ ছিলো যান চলাচল। এখন সড়কগুলো থেকে পানি নেমে গেছে। পানি নামার পর বেরিয়ে আসছে সড়কের ভাঙাচোরা ও ক্ষত-বিক্ষত চেহারা। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। ফলে বন্যার টানা দুর্ভোগের পর প্লাবন কবলিত এই এলাকার সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে।
জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভারী বৃষ্টি ও পানিতে তলিয়ে গ্রামীণ পর্যায়ের আভ্যন্তরীণ ৮০টি সড়কের প্রায় ১১৭ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিকভাবে ক্ষতি ধরা হয়েছে প্রায় ১৩২ কোটি টাকা।
উপজেলা প্রকৌশলী কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল কবলিত হয়ে পড়ে। বেতাগী,পদুয়া, শিলক, চন্দ্রঘোনা-কদমতলী, পারুয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার সড়ক হাঁটুপানি থেকে বুক সমান পানিতে তলিয়ে যায়। এখন সড়ক থেকে পানি নেমে গেছে। পানি নেমে যাওয়ায় বিভিন্ন সড়কের ভাঙাচোরা, ক্ষতবিক্ষত চেহারা এখন ভেসে উঠেছে। অনেক সড়কের পাকা পিচ উঠে গিয়ে লাল ইটের খোয়া বেরিয়ে গেছে। কোনো স্থানের পিচ, খোয়াসহ মাটি ভেসে গেছে। কোনো কোনো স্থানে ছোটবড় অনেক গর্ত তৈরি হয়েছে। কোথাও রাস্তার পাশ ভেঙে পড়েছে।
ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে আছে, লালানগর ইউপি-রাজারহাট সড়ক, দোভাষীবাজার-নিচিন্তাপুর সড়ক, শিলক ইউপি- বুহ্যচক্র হাট সড়ক, কাটাখালি-চন্দ্রঘোনা ইউপি সড়ক, লালানগর ইউপি অফিস-হোছনাবাদ সড়ক, পোমরা ইউপি- মালিরহাট সড়ক, আবদুল হামিদ সড়ক- ত্রিপুরা সুন্দরী, ক্ষেত্রবাজার- পশ্চিম সরফভাটা কালুরঘাট চরনদ্বীপ সড়ক, মজুমদারখীল সড়ক, নজরুর পাড়া সড়ক, সাতগড়িয়া পাড়া সড়ক, চন্দ্রঘোনা সেবা খোলা সড়ক, সৈয়দ আহমদ ক্লার্ক সড়ক, খাঁ মসজিদ সড়ক, কোদালা সন্দীপ পাড়া দক্ষিণ ধোপাঘাট সড়ক, সৈয়দ হোসাইন তালুকদার সড়ক, আবদুল ওয়াহেদ তালুকদার সড়ক, নজু মিয়া তালুকদার সড়ক, গোলা বাড়ি সড়ক, আশরাফ আলী সড়ক, সরফভাটা আশ্রয়ণ প্রকল্প সড়ক, কালু শাহ সড়ক, বেতাগী রামগতির হাট-গোচরা সড়ক, মহাজন বাড়ি সড়ক, মির্জাখীল তিন সৌদিয়া সড়ক, রাজীব আলী সড়ক, দোভাষী বাজার-কোদালা ফরেস্ট বিট সড়ক, আরএইচডি থানা পরিষদ সড়ক, আবদুল গনি চৌধুরী সড়ক, রাজাপাড়া-নাথ পাড়া সড়ক, পশ্চিম শিলক বৌদ্ধ বিহার হিমাংশু ডাক্তার বাড়ি সড়ক, দুধু মিয়া সড়ক, শিলক মিনা গাজীর টিলা কাজী পাড়া সড়ক, তৈলাভাঙ্গা সড়ক, মিনাগাজীর টিলা দক্ষিণ পাড়া সড়ক, কাটাখালি-কর্ণফুলী নদী ঘাট সড়ক, গুনগুনীয়া বেতাগী সড়ক, কোদালা চা- বাগান সড়ক, পশ্চিম কদমতলী সড়ক, মধ্যম কদমতলী সড়ক, কদমতলী-কর্ণফুলী নদী ঘাট সড়ক, পোমরা আশ্রয়ণ প্রকল্প সড়ক, কোকানিয়া সড়ক, শাহেদ আলী সড়ক, কাটাখালি বাজার পারুয়া ইউপি সড়ক, সাহাব্দী নগর সড়ক, উত্তর পারুয়া সড়ক, কর্মকার পাড়া সড়ক, শান্তি নিকেতন সড়ক, হাফেজ আরিফ আলী সড়ক, জান মোহাম্মদ পাড়া সড়ক, সাহা পাড়া সড়ক, মরিয়মনগর আমির কুলাল পাড়া সড়ক, কাজী বাড়ি সড়ক, মুন্সী পাড়া সড়ক, বনগ্রাম কলাবাইজ্যাঘোনা সড়ক, কালিন্দীরানী সড়ক, পদুয়া-শিলক সড়ক, জয়নগর সড়ক, নারিশ্চা- বড়খোলা পাড়া সড়ক, পশ্চিম খুরুশিয়া কালী পাহাড় সড়ক, নারিশ্চা পশ্চিম পাড়া সড়ক, মোবারক টিলা সড়ক, বনগ্রাম-সাব স্টেশন সড়ক, হারুয়াল সড়ক, পূর্ব খুরুশিয়া সড়ক, পেকুয়া সড়ক, এরশাদ নগর সড়ক, বেতাগী নন্দীপাড়া সড়ক, খুরুশিয়া আবদুল হামিদ সড়ক, রাণীরহাট-কাউখালি সড়ক, জঙ্গল বগাবিলী সড়ক, শিয়ালবুক্কা সড়ক, হালিমপুর হানিফ শাহ সড়ক, সোনাগাঁও হাইস্কুল সড়ক, নজির আহমদ সড়ক, হাজী পাড়া সুবেদার বাড়ি সড়ক, আবদুল আলী সড়ক, আবদুল লতিফ কবিরাজ সড়ক ও নেজাম শাহ পাড়া সড়ক।
বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম বলেন, ইউনিয়নের চারটি সড়ক বিধ্বস্ত হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কগুলো মেরামত করলে মানুষের দুর্ভোগ কমবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত ৮০ সড়কের মধ্যে ৭টিতে কার্পেটিং রয়েছে। সড়কগুলো পুরোপুরি বিধ্বস্ত হয়নি। তবে মানুষের চলাচলে কিছুটা সমস্যা হয়েছে। বিধ্বস্ত সড়কের তালিকা প্রস্তুত করা হয়েছে। নতুন সড়ক নির্মাণ কিংবা মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠাবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available