• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৩৫:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৩৫:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

গণমাধ্যম

চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

৫ মার্চ ২০২৪ বিকাল ০৩:৩১:৩২

চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের ভাষানটেকসহ বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে চাঁদাদাবি এবং চাঁদা না পেয়ে হামলার ঘটনা নিয়ে প্রতিবেদন করায় বেসরকারি টেলিভিশন মোহনা টিভির অপরাধ বিষয়ক সিনিয়র প্রতিবেদক কাজী ইহসান বিন দিদারকে গুম ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এর আগে ২ মার্চ ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে চাঁদাদাবি ও হামলার সচিত্র প্রতিবেদন করেন ওই সাংবাদিক। এরপর থেকেই বিদেশি বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে।

৩ মার্চ রোববার হুমকির ঘটনায় জীবনে নিরাপত্তা চেয়ে ডিএমপির পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দিদার। জিডি নম্বর ২১৯।

হুমকির বিষয়ে মোহনা টিভির সাংবাদিক দিদার বলেন, ২ মার্চ মিরপুরের ভাসানটেক এলাকায় চাঁদাবাজী এবং জমিদখলের একটি রিপোর্ট সম্প্রচার হওয়ার পর আজ (০৩/০৩/২৪) সকাল থেকেই +৪৪৪৪৪৬০ এই +৪৪৪৪৪৬২ এই দুটি নাম্বার থেকে ফোন দেওয়া শুরু হয়। প্রাণে মেরে ফেলা, গুম করে ফেলাসহ নানা ধরনের হুমকি দেওয়া হয় সংবাদ প্রকাশের কারণে। এরপর বারবার আমার লোকেশন জানার চেষ্টা করা হয়। বলা হয় তোকে একদম উড়িয়ে দিব। নিউজ করার শিক্ষা দিয়ে দিব। কেন করসস এই নিউজ।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, আমরা হুমকি দাতাদের শনাক্তে কাজ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩