• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৪:৫৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৪:৫৮ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

‘বিশ্বনবীর (সা.) আদর্শই বিশ্বমানবতার একমাত্র মুক্তির পথ’

১৭ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪০

‘বিশ্বনবীর (সা.) আদর্শই বিশ্বমানবতার একমাত্র মুক্তির পথ’

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষ্যে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিসের উদ্যোগে আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, অশান্তি-বিক্ষুদ্ধ আজকের বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শের কোন বিকল্প নেই। 

তারা বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনাদর্শ। স্রষ্টা প্রদর্শিত পথে মানবজাতিকে পরিচালনার জন্য যুগে যুগে যেসব নবী-রাসুল এসেছেন তাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হচ্ছেন হযরত মুহাম্মদ (সা.)। পৃথিবীর অমুসলিম মনীষীবৃন্দও স্বীকার করেছেন একমাত্র হযরত মুহাম্মদ (সা.) এর পথ অনুসরণের মাধ্যমে আজকের বিশ্ব তাবৎ সমস্যা থেকে মুক্তি পেতে পারে। কিন্তু দুঃখের বিষয় আজকের মুসলিম বিশ্বও মহানবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিপথগামী হয়েছে। যার ফলে সারা বিশ্বে মুসলমানরা আজ নির্যাতিত ও নিপীড়িত।

বক্তারা আরও বলেন, সারা বিশ্বে মানবতার চরম বিপর্যয় ঘটেছে। ফিলিস্তিন, লেবাননসহ বিশ্বের অন্যান্য নির্যাতিত মুসলিম দেশসমূহে মুসলমান নারী, শিশু, বৃদ্ধ ও যুবকদের উপরে যে অকথ্য নির্যাতন চালিয়ে হত্যা করা হচ্ছে তার তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং অবিলম্বে এ অমানবিক নির্যাতন বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

১৫ নভেম্বর শুক্রবার রাজধানীর বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের মিলনায়তনে তমদ্দুন মজলিসের সভাপতি সাবেক কূটনীতিক অধ্যাপক ড. মুহাম্মাদ সিদ্দিকের সভাপতিত্বে ও মোহাম্মদ তাওহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি (অব.) আবদুর রউফ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল মালেক মোল্লা। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মুহাম্মদ ঈসা শাহেদী, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আক্তারুজ্জামান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আলহাজ মো. নাসিরউদ্দীন, অধ্যাপক মিয়া আবদুল হামিদ, অধ্যাপক মাসউদুর রহমান, অ্যাড. মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ। 

উল্লেখ্য, প্রতি বছরের মতো এ বছরও তমদ্দুন মজলিসের পক্ষ থেকে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী ও সকল প্রতিযোগীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও বই প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ