• ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ সকাল ০৭:৪৬:২৬ (05-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ সকাল ০৭:৪৬:২৬ (05-Jan-2025)
  • - ৩৩° সে:

বাংলাদেশ

বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিবৃতি ড. ইউনূসের রাষ্ট্রদ্রোহিতার শামিল: পররাষ্ট্রমন্ত্রী

২৪ জুলাই ২০২৪ সকাল ১১:২৫:১৭

বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিবৃতি ড. ইউনূসের রাষ্ট্রদ্রোহিতার শামিল: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার ইস্যুতে চলমান ঘটনা নিরসনে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

২৩ জুলাই মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আজকে পত্রিকায় ড. মুহাম্মদ ইউনূস সাহেবের একটি বিবৃতি দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষ মারা গেছেন বলে তিনি তার বিবৃতিতে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, বিশ্ব নেতাদের এ ব্যাপারে উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন। অর্থাৎ, আমাদের দেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী।’

এদিকে, 'বাংলাদেশের রাস্তায় রক্ত ঝরছে' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের বিষয়ে ভারতকে বাংলাদেশ লিখিতভাবে আপত্তি জানিয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। কিন্তু তার বক্তব্যে অনেকটা বিভ্রান্তি রয়েছে। এতে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সেজন্য আমরা তার এ বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতোমধ্যে লিখিতভাবে নোট দিয়ে জানিয়েছি।’

এ অবস্থায় নানা গুজব রুখতে বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, নিজস্ব কনটেন্ট বানিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি।

খুব শিগগিরই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে উল্লেখ করে বিদেশি কূটনীতিকদের দেশ ছাড়ার কোনো প্রয়োজন নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রৌমারীতে ট্রাক চালককে ৬ মাসের জেল
৪ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৭:০৭




মেহেরপুরে ভৈরব নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৮:২১