• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:০০:৪২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:০০:৪২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

৮ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:০৮:২৩

শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

নরসিংদী প্রতিনিধি: ৮ ডিসেম্বর শিবপুর উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান।  

৮ ডিসেম্বর রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আমরা মুক্তিযোদ্ধা সন্তান শিবপুর উপজেলার সভাপতি আমিনুর হক রিন্টু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব মনজুর এলাহী।

এসময় আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার, সাবেক জেলা কমান্ডার আবদুল রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মৃধা, বীর মুক্তিযোদ্ধার মহরম মজনু মৃধার সন্তান আজমল হুদা মৃধা মিঠু প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে তৎকালীন শিবপুর থানার ‘পুটিয়া’র যুদ্ধই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সফল মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে মজনু মৃধার নেতৃত্বে ক্যাম্পে চর্তুমুখী আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। প্রচণ্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেয় পাকবাহিনীর ক্যাম্প। ৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীরা নরসিংদীর অভিমুখে পালিয়ে যায় ও ঐ দিনে মুক্ত হয় শিবপুর। এ উপলক্ষে শিবপুরে পালিত হয় পাক হানাদারমুক্ত দিবস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই
৪ এপ্রিল ২০২৫ দুপুর ১২:২৩:৫৪



পলাশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
৪ এপ্রিল ২০২৫ সকাল ১১:৩১:৫৬