রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর লোকজনের বিরুদ্ধে।
২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার জায়গীর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা চালাতে মঙ্গলবার রংপুরে আসেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাগঞ্জের নির্বাচনী সভা শেষে মিঠাপুকুরে রাশেক রহমানের সভায় অংশ নেন তিনি।
দলীয় প্রধানের এই সমাবেশে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার দাওয়াত না পাওয়ায় সমাবেশে উপস্থিত হননি। তবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপজেলার শঠিবাড়িতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সড়কের ধারে অবস্থান নেন। ওই এলাকায় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে বাড়ি ফেরার পথে জায়গীর বাসস্ট্যান্ডে নৌকার সমর্থকদের দ্বারা হামলার শিকার হন জাকির হোসেন সরকারের কর্মীরা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীকে অভিবাদন শেষে জায়গীরহাট বাসস্ট্যান্ডে বেশকিছু নৌকার নেতাকর্মীরা অবস্থান করছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে লতিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলীর সমর্থকরা। এসময় খোড়াগাছ ইউনিয়নের জাকিরের নেতাকর্মীদের মারধর করেন বলেও জানান তারা।
পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জানতে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি নাম্বারে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available