• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:১৪:৫৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:১৪:৫৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুনামগঞ্জে মামলা আপোস না করায় বয়োবৃদ্ধের উপর এ কেমন বর্বরতা

২৬ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:১৩

সুনামগঞ্জে মামলা আপোস না করায় বয়োবৃদ্ধের উপর এ কেমন বর্বরতা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ৭৫ বছর বয়সী বয়োবৃদ্ধ আব্দুস ছোবান ওরফে চাঁন মিয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করেছে।

১৪ দিন ধরে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বয়োবৃদ্ধ সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। আব্দুস ছোবান ওরফে চাঁন মিয়া সুনামগঞ্জের তাহিরপুরের উওর বড়দল ইউনয়নের আমতৈল গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

এ ঘটনায় জড়িত উপজেলার আমতৈল গ্রামের আব্দুল হাই মাস্টার (অব. শিক্ষক) ছেলে এনামুল, লাল মিয়ার ছেলে মুর্শিদসহ ৭ জনের নামে গত ১৩ জানুয়ারি তাহিরপুর থানায় অভিযোগ করা হয়েছে।

রোববার থানায় দেয়া অভিযোগ ও উপজেলার আমতৈল গ্রামের আহত আব্দুস ছোবান ওরফে চাঁন মিয়ার ছেলে ও পারিবারীক সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গেল ১৩ জানুয়ারি রাতে উপজেলার আমতৈল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এনামুলের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের বয়োবৃদ্ধ আব্দুস ছোবান ওরফে চাঁন মিয়াকে ডেকে নেয়া হয় গ্রামের পার্শ্ববর্তী মাটিকাটা (হাওর) বন্দে। এরপর ধারালো দা দিয়ে এনামুলের নেতৃত্বে বয়োবৃদ্ধের মাথা, ঘাড়, দুই হাত দুই পা কুপিয়ে রক্তার্থ জখম করে মৃত ভেবে হাওরে ফেলে রেখে যায় হামলাকারিরা।

এরপর হাওর থেকে একাধিক টর্চলাইটের আলো জেলে সংঘবদ্ধ হয়ে হামলাকারিরা ফেরার পথে হাওরে কিছু ঘটে থাকতে পারে বলে গ্রামের লোকজনের সন্দেহ হয়। এরপর গ্রামবাসী হাওরে গিয়ে গ্রামের বয়োবৃদ্ধকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে রাতেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান চিকিৎসার জন্য। সেখানে শরিরীক অবস্থার অবনতি হলে মুমূর্ষ অবস্থায় পরদিন ১৪ জানুয়ারি চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।

২৬ জানুয়ারি রোববার উপজেলার আমতৈল গ্রামের আহত আব্দুস ছোবান ওরফে চাঁন মিয়ার ছেলে সুমন মিয়া বলেন, জমি-জমা, পূর্বে আদালতে বিচারাধীন একটি মামলার জের ধরে প্রতিপক্ষের লোকজন আমার বয়োবৃদ্ধ বাবাকে নির্জন হাওরে কৌশলে ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা চালায়। আমরা গরিব মানুষ! প্রতিপক্ষের লোকজন গ্রামের লাঠিয়াল ও প্রভাবশালী হওয়ায় থানায় অভিযোগ করার পর এখনও থানা পুলিশ কোনো আইনি পদক্ষেপ নেয়নি বলেন জানান সুমন।

রোববার উপজেলার আমতৈল আব্দুল হাই মাস্টার (অব.শিক্ষক) ছেলে এনামুলের নিকট তাদের বিরুদ্ধে গ্রামের বয়োবৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে, নিজেকে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক দাবি করে বলেন, ঘটনার সাথে আমি জড়িত নই, তবে আমার চাচাত ভাই মুর্শিদ, জামির, আহাদ ও সুর আলম হামলা করে। হামলার কারণ হিসাবে জানতে চাইলে এনামুল বলেন, গত ৪ বছর পূর্বে জমি জমা নিয়ে একটি মারামারির ঘটনায় আদালতে বিচারাধীন একটি মামলা আপোসের জন্য চেষ্টা করে ব্যার্থ হওয়ায় সম্ভবত ওই কারণেই হামলার ঘটনাটি ঘটেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১