• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৪:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৪:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

হামাসের হাতে বন্দি ৩২ জন নিহত হয়েছে ইসরাইলি হামলায়

৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:১২:২৩

হামাসের হাতে বন্দি ৩২ জন নিহত হয়েছে ইসরাইলি হামলায়

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় হামাসের হাতে আটক থাকা ৩২ জন বন্দি মারা গেছে। ইসরাইলের বোমা হামলায় এসব বন্দির মৃত্যু হয়েছে বলে আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছে।

গত ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে হামাস যে অভিযান চালায় তাতে অন্তত ২৪০ ব্যক্তিকে বন্দি করে গাজা উপত্যকায় নিয়ে যায়। তাদের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আওতায় একশ’র বেশি বন্দিকে মুক্তি দেয় হামাস। সেই অনুযায়ী হামাসের হাতে এখনো ১৩৬ জন বন্দি রয়েছে। কিন্তু নিউ ইয়র্ক টাইমস ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, এই ১৩৬ জনের মধ্যে ইসরাইলি বোমা হামলায় ইতোমধ্যে ৩২ জন মারা গেছে।

এর আগে ইসরাইলি বাহিনীর মুখপত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি মঙ্গলবার ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।

নিউ ইয়র্ক টাইমস চারটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে অন্তত বিশ জন বন্দির মৃত্যু হয়েছে বলে অনিশ্চিত গোয়েন্দা তথ্যের বিষয়টিকে তারা মূল্যায়ন করে দেখছে।

ইসরাইলি সামরিক বাহিনী নিউ ইয়র্ক টাইমসকে বলেছে, তারা হামাসের হাতে বন্দিদের সম্পর্কে ‘যতটা সম্ভব তথ্য বের করতে এবং পুনরুদ্ধার করার জন্য সমস্ত উপায় তারা অবলম্বন করার চেষ্টা করছে।’ সূত্র: নিউ ইয়র্ক টাইমস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩