হবিগঞ্জ প্রতিনিধি: মাসে ৯ হাজার অস্বচ্ছল মানুষকে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মহিবুর রহমান মাহী।
৩১ আগস্ট বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌর টাউন হল প্রাঙ্গণে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান শামীম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।
জেলা যুবলীগ নেতা মহিবুর রহমান মাহী গত তিন বছর ধরে শোকের মাস আগস্টের ৩১ দিনজুড়ে এ সহায়তা চালু রেখেছেন। পহেলা আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন ৩০০ জন নারী পুরুষকে সহায়তা দেওয়া হয়। উপকারভোগীরা প্রতিদিন ৫ ধরনের সব্জি ও একটি করে ডিম পেয়েছেন।
প্রথম দিন টাউন হলের সামনে মঞ্চ বানানো হয়। পরে ৩১ আগস্ট পর্যন্ত সেখানে এসে যুবলীগ নেতার সহযোগিতা নিয়েছেন অস্বচ্ছল নারী-পুরুষ।
মহিবুর রহমান মাহী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনায় আমি এ উদ্যোগ নিয়েছি। শরীরে যতদিন শক্তি থাকবে ততদিন এ উদ্যোগ বাস্তবায়ন করার চেষ্টা করব।
এক মাসে তার প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে এবং এমপি আবু জাহির, মেয়র আতাউর রহমান সেলিম ও চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম এ কার্যক্রমে সহযোগিতা করেন বলেও তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available