• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৭:৩৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪৭:৩৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘিওরে একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

১৭ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৩০:০৮

ঘিওরে একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার (৩০) নামে এক নারী। ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তান ভূমিষ্ঠ হয়।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে শিশুদের এক নজর দেখতে হাসপাতালে জড়ো হতে থাকেন লোকজন।

জানা গেছে, ফারজানা আক্তার ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের শওকত আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আন্দিবাড়ি গ্রামের সেনাবাহিনীর সদস্য শরিফুলের স্ত্রী।

চিকিৎসকরা জানিয়েছেন, সদ্য হওয়া ওই চার শিশু স্বাভাবিক সময়ের আগে জন্ম নেয়ায় ওজন তুলনামূলক কম।

হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের ডা. তামান্না জানান, শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ফারজানা আক্তার হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি মেয়ে বাচ্চা জন্ম দেন। মা ও বাচ্চারা সুস্থ আছেন। তবে এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

চিকিৎসক আরও জানায়, ফারজানার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত তাই বাচ্চা ডেলিভারির পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় নিয়ে গেছেন।

বাচ্চাদের মা ফারজানা জানান, আল্লাহর ইচ্ছায় চারজন মেয়ে বাচ্চা হয়েছে, এতে আমরা খুশি।

ফারজানা-শরিফ দম্পতির আরও দুই কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০