আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সোনার খনির সুড়ঙ্গ ধসে ৭৩ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে ২০০ জনেরও বেশি শ্রমিক ছিল।
মালির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে গত শুক্রবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার সোনার খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেন, প্রথমে অনেক জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়ঙ্গটি। দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তল্লাশি অভিযান শেষ হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি। খবর আল জাজিরা।
স্থানীয় কাউন্সিলরও সংবাদমাধ্যমকে নিহতের ৭৩ জন বলেই জানিয়েছেন। এর আগে গত ২৩ জানুয়ারি মঙ্গলবার মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনা ও কয়েকজন শ্রমিক নিহত হওয়ার কথা জানায়। তবে ওই বিবৃতিতে নিহত শ্রমিকের সংখ্যা জানানো হয়নি।
এর আগে অননুমোদিত টানেল খননের বিরুদ্ধে খনি শ্রমিকদের সতর্ক করেছিল ছিল মন্ত্রণালয়। খনির স্থানগুলোর কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়গুলোকে নিরাপত্তার বিধানগুলো মেনে চলতে এবং শুধুমাত্র সোনার প্যানিংয়ের জন্য সংরক্ষিত এলাকায় কাজ করতেও বলে সরকার।
মন্ত্রণালয় আরও জানায়, তারা এই ঘটনার আরও তদন্ত করবে এবং ওই এলাকায় একটি দল পাঠাবে।
আফ্রিকার তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ হলেও বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি মালি। দেশটিতে মাঝেমধ্যেই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়।
মালির খনিগুলোতে কানাডা এবং যুক্তরাজ্যের মত দেশগুলোর বিনিয়োগ থাকলেও স্থানীয়রাই সনাতিনী সুরঙ্গ পদ্ধতিতে সোনার খোঁজ করে বেশি। মালি প্রায় ১০ শতাংশ জনসাধারণ এই পেশায় জড়িত। সূত্র: আল জাজিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available