• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩২:২২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩২:২২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

কৃষি

কমলা চাষে সফল রংপুরের আলেপ উদ্দিন

২৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২৬:৩০

কমলা চাষে সফল রংপুরের আলেপ উদ্দিন

রংপুর ব্যুরো: বাগানে থোকায় থোকায় ঝুলে আছে হলুদ ও সবুজ বর্ণের কমলা। মৌসুমের শেষদিকে প্রায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে চাইনিজ জাতের এসব কমলা। রসাল কমলার ভারে বাঁশের ঠেকা দিয়ে রাখা হয়েছে গাছের ডালগুলো। কয়েক বছরের মধ্যে উত্তরাঞ্চলের কমলা দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে।

বিভিন্ন আকারের রসাল কমলার ভারে নুয়ে পড়া ডালগুলো বাঁশের ‘ঠেকা’ দিয়ে উঁচু করে রাখা হয়েছে সক্রিয়ভাবে থাকার জন্য। কমলার বাম্পার ফলন হওয়ায় মুখে হাসি ফুটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষক আলেপ উদ্দিনের। পরিত্যক্ত জমিতে চাইনিজ জাতের কমলার চারা লাগানো হয় ২ বছর আগে, কৃষি অফিসারের সহযোগিতায় বর্তমানে সফলতার মুখ দেখায় খুশি কৃষক আলেপ উদ্দিন।

আলেপ উদ্দিন ও তার স্ত্রী জানান, চার বছর আগে উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় ত্রিশ শতাংশ জমিতে চাইনিজ কমলা বাগান করেছেন। গত বছরে প্রথম কমলা আসে। তবে পরিমাণ কম। চলতি বছরে কমলার ফলন ভালো হওয়ায় পরিচর্যা করতে শুরু করেছেন তিনি। গাছ লাগানোর পর থেকে মাত্র দশ হাজার টাকা ব্যয় করে এখন পর্যন্ত কমলা বিক্রি করেছেন ৭৫ হাজার টাকার। এখনো গাছের ডগায় ঝুলানো কমলা ডের লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন ঐ কৃষক। প্রতি কেজি কমলা বিক্রি করছেন দুইশত টাকা। নব্বইটি গাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা আয় হবে। আগামী বছরে পাঁচ লক্ষ টাকার কমলা বিক্রির আশা করছেন তিনি।

উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সায়েম হাসান ও নাছিমা আক্তার বলেন, প্রথমে আমরা পরামর্শ দেই, আমরা গাছ দিবো সার দিবো, কীটনাশক দিবো তবু কমলার গাছ লাগান সব ধরনের সহযোগিতা করবো আমরা। কারণ সাধারণত উত্তরাঞ্চলে এসব জমিতে কমলা চাষ হয় না। নিজের চেষ্টায় পরিত্যক্ত জমিতে ৪৮০টি কমলা লেবু, মাল্টার গাছ রোপণ করায় এখন রসাল কমলায় পরিণত হয়েছে। গাছ রোপণের পর থেকে সপ্তাহে ২ থেকে ৩ দিন পরিদর্শন করি এবং পরামর্শ দেই। মোটামুটি ফল ভালো হয়েছে আগামীতে আরও ভালো হবে।

কৃষি অফিসার ধীবা রানী রায় জানান, এবার ৩৫ হেক্টর জমিতে মাল্টা ও ১ হেক্টর জমিতে কমলা চাষ হয়েছে। দিন দিন ফলমূলের উপর কৃষকদের চাহিদা বাড়ায় চাষিদের উদ্বুদ্ধসহ কৃষি অফিসারের পক্ষ থেকে সার, ওষুধ, কীটনাশকসহ সব ধনের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের ডেকে বিভিন্ন ফলমূলের গাছ লাগানোর পরামর্শ দিচ্ছি আগামী বছরে আরও বাড়বে সেই লক্ষে আমরা কাজ করছি।

উত্তরাঞ্চলে কমলা ও মাল্টা চাষে বাণিজ্যিকভাবে দেশের চাহিদা মিঠে বিদেশেও রপ্তানি করা হলে কর্ম সংস্থানের পাশাপাশি সরকারি রেমিটেন্স বাড়বে বলে এমনটাই আশা গবেষকদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কমলা চাষে সফল রংপুরের আলেপ উদ্দিন
২৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২৬:৩০