ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কৃষক বীরেশ্বর দাস, চলতি মৌসুমে এক একর জমিতে উচ্চ ফলনশীল জাতের বারি হাইব্রিড ভুট্টা-১ চাষ করেছেন। এখন সকাল-সন্ধ্যা পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। হাওরের অন্য কৃষকদের দেখাদেখি গত তিন বছর ধরে ভুট্টা চাষ করেন কৃষক বীরেশ্বর দাস। প্রথম বছর ফলন এবং দাম ভালো পেলেও দুই বছর ধরে ভুট্টা বীজ, সার, কীটনাশকের অতিরিক্ত দাম আর বাজার সিন্ডিকেটের জন্য তেমন লাভের মুখ দেখছেন না।
কৃষক বীরেশ্বর দাস বলেন, আমি তিন বছর ধরে এক একর জমিতে ভুট্টা চাষ করতেছি। প্রথমবার ফলন ভালো হয়েছিল কিছু লাভ পেয়েছিলাম। এই বছর এক কেজি বীজ ৭৩০ টাকা দিয়ে কিনতে হয়েছে আবার সার, কীটনাশক, শ্রমিক খরচ আছে। সব মিলিয়ে খরচ বেশি কিন্তু বিক্রির সময় এক মণ বিক্রি করতে হয় ৭৫০-৮০০ টাকায়। তিনি আরও জানান, তার এক একর জমিতে সব কিছু মিলিয়ে খরচ হবে ৫৫-৬২ হাজার টাকা আর আশা করতেছেন ফসল বিক্রি করতে পারবেন ৮০-৮২ হাজার টাকার।
কৃষক বীরেশ্বর দাসের মতো হাওরের অনেক কৃষকই ভুট্টা চাষ করে স্বাবলম্বী হবার স্বপ্ন দেখলেও বীজ, সার, কীটনাশকের অতিরিক্ত দাম আর বাজার সিন্ডিকেটের জন্য হতাশায় ভুগছেন।
সদর ইউনিয়নের ভুট্টা চাষি ফারুক মিয়া ও আক্কাস আলী জানান, গতবছর ভুট্টা বীজ কেজি প্রতি ৪৩০ থেকে ৪৫০ টাকার মধ্যে পাওয়া গেছে কিন্তু এই বছর দাম বেড়েছে ৭৩০-৭৫০ টাকা কেজি। এছাড়াও সার, কীটনাশকের দাম বেড়েছে কিন্তু আমরা যখন বিক্রি করি মণপ্রতি ৮০০ টাকা পায় না। চাষিরা আরও জানান, ধানের চেয়ে ভুট্টায় খরচের পরিমাণ কম এবং ফলন ভালো হয় কিন্তু বাজার সিন্ডিকেটের কারণে ভুট্টার সঠিক দাম পাচ্ছেন না।
ইটনা উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নের ১৯০ জন চাষিকে ভুট্টার বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে ৩০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ বৃদ্ধি হয়ে ৭৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উজ্জ্বল শাহা বলেন, দিনদিন হাওরে ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষে কৃষকরা আগ্রহী হচ্ছে। ভুট্টা চাষে সারের পরিমাণটা বেশি লাগে কিন্তু ধান চাষের চেয়ে তুলনামূলক খরচ কম। তিনি বাজার সিন্ডিকেট ভাঙার জন্য চাষিদের পরামর্শ দিচ্ছেন। ভুট্টা উত্তোলনের পর সাথে সাথে বিক্রি না করে সংগ্রহ করে রাখার জন্য এবং পরবর্তীতে বাজারে বিক্রি করার জন্য, এতে দাম ভালো পাওয়া যাবে।
ভুট্টা বীজ, রাসায়নিক সারের দাম এবং বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আসলে ধানের পাশাপাশি ভুট্টা চাষে আরও বেশি আগ্রহী হবে হাওরের কৃষকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available