মাইনুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দালালদের প্রলোভনে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি বিক্রির উৎসব চলছে। অবাধে গভীর গর্ত করে মাটি কাটার ফলে ফসলি জমি পুকুরে পরিণত হচ্ছে। এতে যেমন ফসলি জমির আবাদ পড়েছে হুমকির মুখে, তেমনি হ্রাস পাচ্ছে ফসলি জমি। প্রশাসনের নাকের ডগায় এসব ঘটলেও দেখার যেনো কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কামারপুকুর ইউনিয়নের রসুরখাই নিজামের চৌপতি চিত্রিসহ একাধিক গ্রামে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি বিক্রি হচ্ছে নাজমুল হাজীর (এএনবি) দুটি ইটভাটায়।
অভিযোগ রয়েছে, অবৈধ ড্রেজার ও মাটি ব্যবসায়ীরা আগে থেকে প্রভাবশালীদের ছত্রছায়ায় ভূমি অফিসহ সংশ্লিষ্ট প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছেন এসব অপকর্ম। তাই মিলছে না কোনো প্রতিকার।
তাছাড়া মাটিবাহী মাহিন্দ্র গাড়ি ও ট্রাক্টর চলাচলের জন্য জমির মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। মাটি ভর্তি এসব ট্রাক্টর-ট্রলির ভারী চাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁচা-পাকা সড়ক।
কামারপুকুরের রাসুর খাই এলাকায় ট্রাক্টর মালিক তৈয়ব ও মাটি কাটা শ্রমিক মানুসহ কয়েকজন জানান, এগুলো মাটি যাচ্ছে সুপারী হাজি ওরফে নাজমুল হাজীর দুটি (এএনবি) ইট ভাটায়।
একই এলাকায় জমির মালিক নজরুল ইসলামের ভাই ফজল জানান, ‘জমিতে কৃষি আবাদ হয় না তাই জমির মাটি কেটে সমান করছি। জমির মাটি ইট ভাটায় নিয়ে যাচ্ছে।’
এএনবি ইট ভাটার মালিক নাজমুল হাজীর মতামত জানার জন্য গেলেও তাকে পাওয়া যায়নি। তবে ম্যানেজার কৃষি জমির মাটি কাটার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা দালালের মাধ্যমে মাটি ক্রয় করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ জানান, ফসলি জমির প্রাণ বলা হয় টপ সয়েল। জমির প্রথম ৮ থেকে ১০ ইঞ্চিকে বলা হয় টপ সয়েল, এখানে থাকে মাটির জৈব পদার্থ। টপ সয়েল কর্তন করা হলে ওই জমি উর্বরতা শক্তি হারায় এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা কমিয়ে দেয় এবং ফসল উৎপাদন কমে যায়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী বলেন, আমি শুনতে পেয়েছি কিছু লোকজন কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available