• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:৪৫:০৩ (29-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:৪৫:০৩ (29-Apr-2025)
  • - ৩৩° সে:

ফিচার

নবাবগঞ্জে নতুন জাতের ধান চাষে লাভবান হচ্ছে কৃষক

২৯ এপ্রিল ২০২৫ সকাল ১১:৪৭:১৯

নবাবগঞ্জে নতুন জাতের ধান চাষে লাভবান হচ্ছে কৃষক

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দেশে বিভিন্ন জাতের ধান রয়েছে। এরমধ্যে বোরো অনেক জাতের ধানের নামটাগুলো সবার মুখে মুখে বেশি শুনা যায়। কিন্ত এবার নতুন ধানের জাত ব্রিধান-১০৪ আবাদ হয়েছে দেশের প্রতিটি অঞ্চলে। এসব ধান চাষে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড বুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) প্রকল্পের আওতায় সবধরণের খরচ দিয়েছে সরকার।

এদিকে এবছর ঢাকার নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় এই প্রকল্পে প্রদর্শনী দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর বাস্তবায়ন করেছে উপজেলা কৃষি অফিস। এবার নবাবগঞ্জে ব্রিধান-১০৪ জাতের বেশ ভালো ফলন হয়েছে। বোরো ধানের অন্যান্য জাতের চেয়ে এই জাতের ধান অনেকটাই লাভজনক বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

গেল সপ্তাহে নবাবগঞ্জে এই প্রকল্পের ধান পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা জেলার উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দকীসহ দফতরে অন্যান্য কর্মকর্তারা৷

পরিদর্শনকালে ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী বলেন, কৃষকদের এই জাতের ধান চাষে আগ্রহী বাড়াতেই সরকার এই প্রকল্পের উদ্যোগ নিয়েছে। কৃষক যখন অন্যান্য জাতের চেয়ে এই ব্রিধান-১০৪ জাতের ধানে বেশি লাভবান হবে তখন এই জাতের ধান চাষে আগ্রহী বাড়বে।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ‘নবাবগঞ্জে এই বছর যেসব জমিতে ব্রিধান-১০৪ আবাদ করা হয়েছে তার ফলন অনেক ভালো হয়েছে। এই জাতের ধানের গাছের আকার ছোট থাকে এবং দ্রুত সময়েরে মধ্যে ফলন তুলা যায়। এবারের মত আগামীতেও এই জাতের ধান চাষাবাদে কৃষকের সব ধরনের পরামর্শ দিতে প্রস্তুত রয়েছে উপজেলা কৃষি দফতর। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যেসব কারণে নষ্ট হাতে পারে স্মার্টফোন
২৯ এপ্রিল ২০২৫ রাত ০৮:৪৬:৩৮