যশোর অফিস: যশোরে থিয়েটার ক্যানভাসের উদ্যোগে ১৭ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার শহরস্থ মুন্সী মেহেরুল্লাহ ময়দান টাউন হল মাঠে এ নাট্যোৎসবের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভার আযোজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার
এসময় আরও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, অভিনেতা ও নির্মাতা সালাউদ্দীন লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি মনোতোষ বসু, সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, মঞ্জু নাট্যোৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব কামরুল হাসান রিপন প্রমুখ।
যশোরে আন্তর্জাতিক নাট্যোৎসব ২২ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ১৭ দিনব্যাপী দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব চলবে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকীতে মহাকবিকে উৎসর্গ করে থিয়েটার ক্যানভাস যশোরের উদ্যোগে এই নাট্যোৎসব শুরু হয়।
এতে ‘সংস্কৃতি জাগরূক প্রাণ- থিয়েটার শিখা অনির্বাণ’- স্লোগানকে সামনে রেখে এই নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, ভারত ও নেপালের প্রথিতযশা ১৬টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available