জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্য সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চায় অবদান রেখে চলেছে। ২৮ অক্টোবর সংগঠনটি প্রতিষ্ঠার ৬ বছর পূর্তি।
এ যাবৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি’র প্রযোজনায় দেশি ও পাশ্চাত্যের বিভিন্ন নাটক এবং অসংখ্য পথনাটক হয়েছে। এর মধ্যে মুনীর চৌধুরীর কবর নাটক, এডওয়ার্ড এলবির চিড়িয়াখানার গল্প, আয়না বিবির পালা, মামুনুর রসিদের চে’র সাইকেল, সেলিম আল দীনের কিত্তনখোলার কিচ্ছা, কাজী নজরুল ইসলামের লেটো নাটক বউয়ের বিয়ে অন্যতম। প্রতিশোধ, নারী, চরিত্রের খোঁজে, রোড টু সিক্সটিন ডিসেম্বর, সুবোধ পালিয়ে যাচ্ছে পথনাটক। সেই সাথে সংগঠনটি নানান স্থাপনা শিল্পও নির্মাণ করে থাকে। সেগুলোর মধ্যে বিবর্তন, শিকল, মুক্তি, শৃঙ্খল ইত্যাদি বিভিন্ন স্থাপনা শিল্প নির্মাণ করেছেন। পাশাপাশি ২টি বার্ষিক নাট্যোৎসব ও একটি বৈশাখী নাট্যোৎসব এর আয়োজন করেছেন।
শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বিশ্ববিদ্যালয়ের বাহিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মহিলা সমিতি মিলনায়তন, মুক্তিযুদ্ধ জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি সফলতার সাথে নাটকের প্রদর্শনী সম্পন্ন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছেন।
এত কাজের পরেও সংগঠনটির নেই কোনো দপ্তর, নেই মহড়াকক্ষ, নেই নাটকের সেট ও বাদ্যযন্ত্র রাখার জায়গা। ফলে প্রতিবছরই অনেক জিনিসপত্র বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় নষ্ট হয় এতে সংগঠনের ব্যয় বৃদ্ধি পায়। এছাড়াও নাটকের সংগঠন হিসেবে সংগঠটির কোনো মহড়া কক্ষ না থাকায় প্রতিটি প্রযোজনায় বিবিএ ভবনের নিচ তলায়, টিচার লাউঞ্চ এর সামনের করিডোরে মহড়া করতে হয়। জায়গাটি মহড়া করার উপযুক্ত স্থান নয়।
এতো প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সংগঠনের উপদেষ্টামন্ডলী, মডারেটরের অনুপ্রেরণা ও সংগঠনের সদস্যদের পরিশ্রমী মনোভাব ও স্বদিচ্ছায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি নিয়মিত নাটক প্রযোজনা করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available