নিজস্ব প্রতিবেদক : জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঢাকায় জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন উর রশীদ সিআইপি।
মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব মিয়ার সঞ্চলনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব মুক্তিযোদ্ধা গোলাম কাদিরসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদ ও ১৯৭১ এর রণাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধাসহ ৭৫ এর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর শীতবস্ত্র বিতরণ করে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন উর রশীদ সিআইপি উপস্থিত মুক্তিযোদ্ধাদের আগামী নির্বাচনে নৌকার পাশে থাকার আহবান জানান। সেইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করার কথা বলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available