বাতেন বিপ্লব: সুবিধাবঞ্চিত শিশুদের আকাশ ভ্রমণের স্বপ্ন পুরন করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
নভোএয়ার বুধবার জাগো ফাউন্ডেশনের পরিচালনাধীন স্কুল থেকে বিভিন্ন বয়সের ৩০ জন শিশুকে কক্সবাজারে ঘুরিয়ে নিয়ে আসে। একই দিন কক্সবাজার সমুদ্র সৈকতে "বিচ ক্লিনিং" কর্মসূচি পালন করেছে।
নভোএয়ার এর ১২ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে "ড্রিম ফ্লাইট " ও "বিচ ক্লিনিং" এর আয়োজন করে।
এদিন নভোএয়ার ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটের ফ্লাইটে শিশুদের নিয়ে কক্সবাজার যায় এবং কক্সবাজার থেকে সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকায় আসে। শিশুরা কক্সবাজারে সমুদ্র সৈকত, বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটি, কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করে আনন্দঘন সময় কাটায়।
স্বপ্ন পূরনের অনুভুতি প্রকাশ করে পঞ্চম শ্রেণীর ছাত্রী মায়মুনা রহমান বললেন, “প্লেনে করে সমুদ্র সৈকত ঘুরতে যাব, বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজ দেখতে পারবো – এটা আমি কখনো কল্পনাও করিনি! নভোএয়ারের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাদের এই স্বপ্ন পূর্ণ করেছে।”
তৃতীয় শ্রেণীর ছাত্র হানিফ মিয়া বলেন, “মেঘের ওপর দিয়ে উড়োজাহাজে করে যাচ্ছি, এটা অসাধারণ অনুভূতি! আমরা বীচে খেলেছি, কক্সবাজারের খুব সুন্দর রেল স্টেশন দেখেছি – এই ভ্রমণ ছিল একেবারে স্বপ্নের মতো।”
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, “শিশুরাই আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্ন পূরণ এবং প্রেরণা দেয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, সামাজিক দায়বদ্ধতা হিসেবে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। ”
তিনি আরো বলেন, “আমাদের গর্ব কক্সবাজার সমুদ্র সৈকত । পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘বিচ ক্লিনিং’ কমসূচি পালন করা হয়েছে।“
নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর, সিলেট ও রাজশাহী ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রয়েছে, শীঘ্রই পুনরায় শুরু করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available