খুলনা ব্যুরো: দেশে ভয়াবহ বন্যার কারণে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত ৬ দিনে কর্মসূচি স্থগিত করে খুলনায় একদিনের কর্মসূচি পালন করা হয়েছে।
বর্ণাঢ্য ও আড়ম্বরপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ তহবিলের প্রদান করা হবে।
১ সেপ্টেম্বর রোববার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বন্যায় মৃত্যু ও সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available