নিজস্ব প্রতিবেদক: বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ও রশীদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে দখলদারির রামরাজত্ব কায়েম করেছিলেন। এখন আবার বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকারীকের প্রতিহত করা হবে এবং ষড়যন্ত্রের কঠিন জবাব দেওয়া হবে। একটি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এম কফিল উদ্দিন বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনকালে আমাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। আমরা আমাদের নিজের বাড়িতে ঘুমাতে পারিনি। আওয়ামী লীগ শুধু বিরোধী মতের কারণে কোনো অপরাধ ছাড়াই আমাদের জীবন দুর্বিষহ করে দিয়েছিল। ৫ আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর মানুষের কথা বলার স্বাধীনতা ফিরে এসেছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাধ্যমতো সবকিছু ঠিক করার চেষ্টায় আছেন। তবে এই সরকারকে দেশের সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। নিত্যপণ্যের দাম সহনীয় করতে হবে। ব্যবসাবাণিজ্যে গতি ফেরাতে হবে। ব্যবসায়ীদের শক্র না ভেবে সহযোগী হিসাবে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী স্বৈরাচার দেশের নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন ব্যবস্থার মৃত্যু ঘটেছিল, শুধু জানাজা বাকি ছিল। জাতীয় সংসদ থেকে জেলা পরিষদ, উপজেলা, ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা সর্বত্র তারা দখলদারির রামরাজত্ব কায়েম করেছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দেওয়া উচিত। এর মধ্য দিয়েই নির্বাচিত রাজনৈতিক সরকার মানুষের মৌলিক চাহিদা, সব চাওয়াপাওয়া পূরণ করবে।
সংস্কার কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এতেই সংস্কারের সবকিছু আছে। তারেক রহমান এ দেশের জনগণের জন্য রাজনীতি করেন। আমরা ইতোমধ্যে ৩১ দফা নিয়ে বৃহত্তর উত্তরার ২৬টি থানার ১০টিতে কর্মশালা করেছি।
এই বিএনপি নেতা বলেন, আগামী দিনে আমরা যদি নির্বাচিত হতে পারি এই ৩১ দফাই হবে জনগনের মুক্তির সনদ। এর সুফল দেশের প্রতিটি মানুষ পাবে। বর্তমানে বাংলাদেশের ব্যবসাবাণিজ্য অর্থনীতির বেহাল। শুধু রাজনৈতিক সরকারই সব অচলাবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে। এজন্য একটি গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে এই সরকারের বিদায় নেওয়া উচিত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available