নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করেছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। আগামী চার দিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে। ডাক্তার বাসায় উনাকে দেখবেন।
২ এপ্রিল বুধবার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে ফলোআপ জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজ বুধবার থেকে ম্যাডামের ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু হয়েছে। আজকে, কালকে, পরশু….আগামী চার দিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে। কিছু পরীক্ষা করার জন্য হয়তো উনাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। চিকিৎসকদের পরামর্শক্রমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ বলেন, ডাক্তার যেসব পরীক্ষা করতে বলেছেন সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন…. কত দ্রুত উনি ছুটি দেওয়ার মতো অবস্থায় যেতে পারবেন।
অধ্যাপক জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো। মাচ বেটার।
ডাক্তাররা বলেছেন যে- উনাকে একটু হাটাতে পারলে ভালো হয়। না পারলে গাড়ির মধ্যে বসিয়ে ঘুরানোর চেষ্টা করতে। এটাতে উনার মানসিক প্রশান্তির যেমন আসবে, শারীরিক সজীবতাও আসবে। উনাকে গাড়িতে করে ঘোরাতে নিয়ে পার্কে কিছুক্ষণের জন্য নামানো হয়েছিল। গাড়ি থেকে হুইল চেয়ারে করে ফুলের বাগানের কাছে দিয়ে ঘোরানো হয়েছিল। বাসার বাইরে নিয়ে ঘোরানোর জন্যই এটা করা হয়েছিল।
বর্তমানে বিএনপি চেয়ারপারসন লন্ডনের ডেভেরনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্টিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরাণ ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। পরে করোনার সময়ে সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেন।
এরপর গত ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।
পরে গত ৮ জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান। পরে হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ ভর্তি করা হয়।
সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধায়নে তিনি ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর লন্ডন ক্লিনিকে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন বিএনপি নেত্রী।
৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available