• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:১১:৪৫ (22-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:১১:৪৫ (22-Apr-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারে সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন

২০ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৩৩:৩৬

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারে সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, তার দল অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোতে আন্তরিকভাবে সহযোগিতা করছে।

২০ এপ্রিল রোববার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে প্রতিনিধি দল যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সকল বিষয়ে স্বচ্ছতা, আন্তরিকতা এবং গুরুত্বের সঙ্গে সংস্কার উদ্যোগগুলোতে সহযোগিতা করছি।’

কমিশনের সঙ্গে আজকের সংলাপে অংশ নেন–সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন–কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার।

এর আগে গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বৈঠকটি দিনভর চলার পর মুলতবি করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে একটি অংশীদারিত্বপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে।

এখন পর্যন্ত কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে ১৩টি রাজনৈতিক দল।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই কমিশনকে গুরুত্বপূর্ণ সংস্কারের ওপর একটি ঐক্যবদ্ধ জাতীয় অবস্থান তৈরির দায়িত্ব দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
২২ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:২৩:২৯

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার
২২ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৭:৩৯