ডেস্ক রিপোর্ট: ভারত তার নাগরিকদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সফর না করতে জোরালো পরামর্শ দিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ৪ আগস্ট রোববার রাতে এক ভ্রমণ নির্দেশিকায় ওই পরামর্শ দেয়।
নির্দেশিকায় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় সবাইকে অত্যন্ত সতর্কতা অবলম্বন, চলাচল সীমিত রাখা এবং জরুরি ফোন নম্বরগুলোর মাধ্যমে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
এর আগে বাংলাদেশে চলমান পরিস্থিতি আমলে নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ এবং এ দেশে অবস্থানরতদের চলাফেরায় সতর্ক করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available