• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫৯:১১ (15-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১লা অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫৯:১১ (15-Nov-2024)
  • - ৩৩° সে:

বাংলাদেশ

জনগণের প্রত্যাশা পূরণ করা অন্তবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ: আইসিজি

১৫ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০২:৫৯

জনগণের প্রত্যাশা পূরণ করা অন্তবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ: আইসিজি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ (আইসিজি) গতকাল বৃহস্পতিবার রাতে ‘আ নিউ এরা ইন বাংলাদেশ? দ্য ফার্স্ট হানড্রেড ডেজ অব রিফর্ম’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দুর্নীতি, অনিয়ম, প্রশাসন ও বিচারব্যবস্থায় দলীয়করণ, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করাসহ নানা বিষয় উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা অন্তবর্তী সরকারের জন্য বিরাট এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন সুপারিশও করা হয়। বিশেষ করে বিগত সরকারের করা দুর্নীতির লাগাম টেনে ধরা অত্যন্ত জরুরি বলে জানানো হয়।

প্রতিবেদনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ওপরও জোর দেয়া হয়। এর পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ও সংস্কারও জরুরি বলে জানানো হয়। এসব সংস্কার বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানায় আইসিজি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ