আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এই অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
পত্রিকাটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভূরাজনৈতিক কারণ বিবেচনায় ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের ত্যাগ করবে না। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ‘রাজনৈতিক প্রকৃতির’ যে কোনো অনুরোধ কার্যকর না করার সুযোগ রয়েছে।
উচ্চ পর্যায়ের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকারের চাপ সত্ত্বেও ভারত এ বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা এমন একজন নেত্রী, যিনি ভারতের স্বার্থ রক্ষা করেছেন, চরমপন্থিদের দমন করেছেন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। তার প্রত্যর্পণ ভারতের প্রতিবেশী মিত্রদের ভুল বার্তা পাঠাবে।
এতে আরও বলা হয়, ভারত এই প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করবে। এতে কয়েক মাস লেগে যেতে পারে।
বিভিন্ন সূত্র মনে করে, এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন, তাহলে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।
ভারত-বাংলাদেশ বর্তমান সম্পর্কের আলোকে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি জটিল এবং সময়সাপেক্ষ বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available