মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় নিহত জাভেদ চৌধুরী শাহীনের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখা ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি বাংলাদেশি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল করা হয়।
মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম। নিহতের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, বাবুল হোসেন, আলতাফ হোসেন, মোহাম্মদ ফারুক, মুক্তার হোসেন মুক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আবু জাহের, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, সহপ্রচার সম্পাদক হালিম ভুইয়া, করিম রানা, পিয়াস, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক, এনায়েত হোসেন, আমির রায়হান ও সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনায় প্রবাসী শাহীনের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানান। একই সাথে মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদানসহ তার পরিবারের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।
গত ১ ফেব্রুয়ারি সকালে মালদ্বীপের হুলহুমালে-মালের মহাসড়কের পাশে সৌরবিদ্যুৎ প্যানেলের ট্র্যাফিক কর্নে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী একটি গাড়িকে পুনরায় ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুতই শাহীনকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত শাহীন কুমিল্লার মুরাদনগর উপজেলার পুর্বদুর গ্রামের আব্দুল ওহাব চৌধুরীর ছেলে। মৃত্যুর ৪ দিন পর কোম্পানি ও বসবাসরত প্রবাসীদের সহায়তায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে শাহীনের মরদেহ মালদ্বীপ থেকে দেশে পাঠানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available