শরীয়তপুর প্রতিনিধি: ব্যাংকের আর্থিক সেবা কার্যক্রম সম্পর্কে সকল শ্রেণি-পেশার জনগণকে অবহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৫টার সময় ন্যাশনাল ব্যাংক লিমিটেড জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়
শাখার আয়োজনে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা পালন করা হয়।
এ সময় ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা, ডিজিটাল ব্যাংকিং সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট ও ডেবিট কার্ড, ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা, গুরুত্ব ও সেবা পাওয়ার উপায়, ন্যাশনাল ব্যাংকের সেবাসমূহ, ব্যাংক হিসাব খোলার কাগজপত্র, ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা আহরণ, প্রবাসী আয় বৈধ পথে প্রেরণের লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের মনসিকতা ও স্কুল ব্যাংকিং সম্পর্কে আলোচনা করা হয়।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড শাখার ম্যানেজার মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের শরীয়তপুর জেলার রিজিওনাল অফিসার ইসকেন্দার আলী ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড কার্তিকপুর শাখার সিনিয়র কর্মকর্তা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল মান্নান, আব্দুল্লাহ ইউসুফ হাসান (সোহেল সরকার) প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available