নিজস্ব প্রতিবেদক: দেশের রেমিটেন্স যোদ্ধাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে। ২৭ নভেম্বর বুধবার কনকর্ড পুলিশ প্লাজা গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-তে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচিত হয় ‘গার্ডিয়ান প্রবাসী প্রহরী’ বীমা পলিসি।
অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফের চিফ এক্সেকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম, এফসিএ এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর সিনিয়র ডিরেক্টর, অরিঞ্জয় ধর।
এছাড়াও ব্র্যাকের অ্যাসোসিয়েট ডিরেক্টর, মো. বেলায়েত হোসেন এবং গার্ডিয়ান লাইফের ডিরেক্টর, মি. ডেভিড গ্রিফিথস; হেড অফ মাইক্রোইনস্যুরেন্স আব্দুল হালিমসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘গার্ডিয়ান প্রবাসী প্রহরী’ একটি উদ্ভাবনী বীমা পলিসি যা প্রবাসে কর্মরত কর্মীদের এবং তাদের পরিবারের আর্থিক ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করবে । এককালীন স্বল্প প্রিমিয়ামে নেওয়া যাবে এই পলিসি। এর আওতায় কোনো প্রবাসী কর্মী যদি কর্মজীবনে মারা যান তাহলে নমিনীকে এককালীন অর্থ দেওয়া হবে এবং তার মরদেহ দেশে আনার জন্যে আর্থিক সুবিধা দেয়া হবে। এছাড়াও অসুস্থতায় হাসপাতালে চিকিৎসা সুবিধা ও প্রবাসে চাকরি হারানোর পর আর্থিক সহায়তা দেবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স।
গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম এফসিএ বলেন, “প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। ‘গার্ডিয়ান প্রবাসী প্রহরী’ তাদের আর্থিক ঝুঁকি কমানোর পাশাপাশি তাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তাকে আরও স্থিতিশীল করবে। এই উদ্যোগ আমাদের ‘সবার জন্য বীমা’ লক্ষ্যকে পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর, অরিঞ্জয় ধর বলেন, প্রবাসীরা আমাদের দেশের জন্য যে আত্মত্যাগ করেন, এই পলিসি তাদের সেই অবদানের প্রতি সম্মান। এটি তাদের পরিবারে আর্থিক সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা আনবে।
গার্ডিয়ান লাইফ এবং ব্র্যাক যৌথভাবে এর আগেও দেশের প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন বীমা পলিসি চালু করেছে। যার মাধ্যমে দেশের প্রায় ১ কোটি ২০ লক্ষেরও বেশি মানুষ এসেছে বীমার সুরক্ষার ছায়ায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available