অর্থনৈতিক রিপোর্টার: দেশে বিমা সেবার চাহিদা দিন দিন বাড়ছে। এ চাহিদা সামনে রেখে গ্রাহকদের জন্য জীবন বিমা ও সাধারণ বিমার সমন্বিত সেবা দিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড এক সমঝোতা স্মারকে সই করেছে। এ উদ্যোগের মাধ্যমে আধুনিক ও উন্নত বিমা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
রোববার (২৯ ডিসেম্বর) গার্ডিয়ান লাইফ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গার্ডিয়ান লাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খালেদ মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ স্মারকে সই করেন।
গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরে বিমা সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ বিমা খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। লাইফ (জীবন) ও নন-লাইফ (সাধারণ) বিমা পলিসির সমন্বয়ে গার্ডিয়ান লাইফ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স গ্রাহকদের বিমা সংক্রান্ত সব প্রয়োজন পূরণে একসঙ্গে কাজ করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available