নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি গৌরবময় সাফল্যের ৪১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ২৩ এপ্রিল বুধবার কোম্পানির কাওরান বাজারস্থ প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পরিচালক কাজী মাহমুদা জামান, পরিচালক এয়ার কমোডোর মোঃ আবু বকর এফসিএ, এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেন, এনএলআই সিকিউরিটিজের পরিচালক মাহমুদ হাবীব জামান, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ানসহ কোম্পানির নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারী জীবনবীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ যাত্রা শুরু করে। ন্যাশনাল লাইফের পথ ধরে আজ দেশে বহু বেসরকারী জীবন বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
তারা আরও বলেন, বীমা দেশের অর্থনীতিতে অন্যতম চালিকা শক্তি। বীমার প্রিমিয়ামের টাকা ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়ে থাকে। প্রতিষ্ঠার পর থেকে ন্যাশনাল লাইফ বিপুল জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
পরে সবাই প্রতিষ্ঠা দিবসের কেক কাটেন। এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, ন্যাশনাল লাইফ ১৯৮৫ থেকে ২০২৪ পর্যন্ত বিগত ৪০ বছরে প্রায় ৭০ লক্ষ লোককে বীমার আওতায় এনেছে, প্রিমিয়াম আয় করেছে ১৮,৯৭৪ কোটি টাকা এবং দাবী পরিশোধ করেছে ১১,০৮৯ কোটি টাকা। বর্তমানে কোম্পানীর লাইফ ফান্ড ৫,৯৭৩ কোটি টাকা, সম্পদ ৬,৭৩১ কোটি টাকা এবং বিনিয়োগ প্রায় ৫,৬৬৮ কোটি টাকা। বর্তমানে কোম্পানীতে বেতন ভিত্তিক প্রায় ৫০০০ কর্মকর্তা-কর্মচারীসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই লক্ষ লোক কাজ করছে।
সর্বোচ্চ বীমা দাবী পরিশোধের জন্য কোম্পানীটি ২০২৩ ও ২০২৪ সালে পর পর দুই জাতীয় সম্মাননা, শীর্ষ করদাতার সম্মাননা ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশী ও বিদেশী অসংখ্য অ্যাওয়ার্ড লাভ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available